শপথ নিলো পাকিস্তানের নবগঠিত মন্ত্রিসভা

শপথ নিলো পাকিস্তানের নবগঠিত মন্ত্রিসভা

শেয়ার করুন

Pak oath

আন্তর্জাতিক ডেস্ক।।

রাজনৈতিক নানা উত্থান-পতনের পর অবশেষে শপথ নিলো পাকিস্তানের ফেডারেল সরকারের নতুন মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী হিসেবে শপথের এক সপ্তাহ পর শাহবাজ শরিফ ৩১ জন মন্ত্রী ও ৩ জন প্রতিমন্ত্রী পেলেন। আজ মঙ্গলবার সিনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জরানি মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান।

ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের এক সপ্তাহ পর নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মন্ত্রিসভা শপথ নিলো।

গতকাল সোমবার নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা ছিল। তবে প্রেসিডেন্ট আরিফ আলভি শপথ পাঠ করাতে অপারগতা জানালে শপথ অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়।

নিয়ম অনুযায়ী শপথ অনুষ্ঠান পরিচালনা করেন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান।

প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতি অনুযায়ী পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) খাজা মুহাম্মদ আসিফ, আহসান ইকবাল, রানা সানাউল্লাহ, সরদার আয়াজ সাদিক, রানা তানভির হোসেইন, খুররম দস্তগীর খান, মরিয়াম আওরঙ্গজেব, খাজা সাদ রফিক, মিফতাহ ইসমাইল, জাভেদ লতিফ, রিয়াজ হোসেইন পিরজাদা, মুর্তজা জাভেদ আব্বাসি ও আজম নাজির তারার ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নেন।

পাকিস্তানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মন্ত্রিত্ব বণ্টন নিয়ে জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআই-এফ) সঙ্গে সরকারের মতবিরোধ রয়েছে। তারা মন্ত্রিসভায়ও থাকতে চাচ্ছে না। তবে সরকারের মিত্র হয়ে থাকবে বলে জানা গেছে। এ কারণে শেষ মুহূর্তে কিছুটা চাপ সৃষ্টি হয়েছে।

এর আগে রবিবার মন্ত্রিসভা গঠন নিয়ে জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ। বৈঠকে ছিলেন বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) ও বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) প্রতিনিধিরাও।