লক্ষ্মীপুরে সবাইকে বেঁধে রেখে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

লক্ষ্মীপুরে সবাইকে বেঁধে রেখে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

শেয়ার করুন

aaa

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে পরিবারের লোকজনের হাত-পা বেঁধে স্বর্ণালংকারসহ ব্যবসায়ীর প্রায় সাড়ে চার লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতদল।

সোমবার (২৩ মে) দিনগত গভীর রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রোকনপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার (এসপি) ড. এইচএম কামরুজ্জামান, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান।

ব্যবসায়ী করিম সওদাগর জানান, সোমবার গভীর রাতে ১৫-২০ জন তার বাসায় ঢোকেন। এর মধ্যে ৭-৮ জন মুখোশ পরিহিত ছিলেন।

একপর্যায়ে করিমসহ পরিবারের অন্যান্যদের হাত-পা বেঁধে ফেলে ডাকাতদল। পরে ঘরে থাকা ৫-৬ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়ে যান তারা। পরে পরিবারের সদস্যদের চিৎকার-চেঁচামেচি শুনতে পেয়ে আশপাশের লোকজন এসে তাদের হাত-পায়ের বাঁধন খুলে দেন।

বশিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, করিম সওদাগর ইউনিয়নের পোদ্দার বাজারের রড-সিমেন্টের ব্যবসায়ী। ভয়ে তারা মামলা করতে রাজি হচ্ছেন না।