রাজবাড়ীতে জেলা পরিষদের নির্বাহী ও সার্ভেয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,

রাজবাড়ীতে জেলা পরিষদের নির্বাহী ও সার্ভেয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,

শেয়ার করুন

111

রাজবাড়ী প্রতিনিধি।।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মানিকহার রহমান ও সার্ভেয়ার শাহ ইমরানের দুনীতির প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।

রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ীর সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের দাদপুর বাজারের ব্যবসায়ীদের আয়োজনে এ কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন দীর্ঘ ৬০ বছর ধরে রাজবাড়ীর খানগঞ্জ ইউনিয়নের দাদপুর বাজারে জেলা পরিষদের ৫৪ হাজার বর্গফুট জমি লিজ গ্রহণ করে ব্যবসা করে আসছেন।

লিজকৃত জমিতে ১০ জন ব্যবসায়ী ছোট ছোট স্থাপনা নির্মান করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। প্রতিবছর ব্যবসায়ীরা লিজের টাকাও পরিশোধ করেন। কিন্তু চলতি বছর জেলা পরিষদের প্রধান নির্বাহী ও সার্ভেয়ার মিলে বাজারের জমি অন্য পক্ষের কাছে লিজ দিয়েছে ঘুস বানিজ্যের মাধ্যমে। যেটি জেলা পরিষদের করার কোন সুযোগ নেই।

এর ফলে ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পরেছেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি দেন ব্যবসায়ীরা।
বিষয়টি জেলা পরিষদে গেলে সার্ভেয়ার শাহ ইমরান সাংবাদিক পরিচয় জানার পরে বলেন আমাদের স্যারের সাথে কথা বলেন।

রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী মানিকহার রহমান সাংবাদিকদের সাথে বলতে রাজি হননি।