ময়মনসিংহ থেকে ঢাকার বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

ময়মনসিংহ থেকে ঢাকার বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

শেয়ার করুন

Mymensing Bus

এটিএন টাইমস ডেস্ক।।

ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা থেকে ঢাকামুখী যাত্রীবাহী বাসসহ সবধরনের পরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।

ময়মনসিংহ মোটরমালিক সমিতি ও চেম্বার অব কমার্স নেতাদের যৌথ আহ্বানে পালিত ধর্মঘটের কারণে আজ রোববার (১৬ জানুয়ারি) সকাল থেকে ঢাকামুখী কোনো বাস ছেড়ে যায়নি। অনেক যাত্রী ঢাকা যাওয়ার উদ্দেশে ময়মনসিংহ কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে চরম ভোগান্তিতে পড়েছেন।

ভুক্তভোগীরা জানান, সকাল থেকে বাস ধর্মঘট থাকায় তাদের কষ্টের শেষ নেই। সরকারি প্রথম কর্মদিবস হওয়ায় অনেকেই ময়মনসিংহ থেকে বাসযোগে ঢাকার বিভিন্ন কর্মস্থলে যেতে বাড়তি ভাড়া গুণতে হয়েছে।

তবে অনেকে আবার বিকল্প পথে প্রাইভেটকার ও মাইক্রোবাসে করে ঢাকায় যাওয়ার চেষ্টা করেছেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সালনা বাজার থেকে উত্তরা পর্যন্ত বেহাল সড়কটি চলাচলের উপযোগী না করায় রবিবার থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ঢাকাগামী গণপরিবহন বন্ধ থাকার ঘোষণা দিয়েছে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি।

শনিবার বিকাল থেকে সন্ধ্যায় এ ঘোষণা প্রচার করে ময়মনসিংহ নগরে মাইকিং করেছে মোটর মালিক সমিতি।