মাদক মামলায় হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

মাদক মামলায় হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

শেয়ার করুন

Honduras president

আন্তর্জাতিক ডেস্ক।।

মাদক পাচারের মামলায় হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জোয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।

সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর পুলিশ রাজধানী তেগুচিগালপায় তার বাড়ি ঘিরে রাখে। প্রায় এক ঘন্টা পর এক পর্যায়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে আত্মসমর্পণ করেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। পরে তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়।

যদিও গ্রেফতারের আগে আত্মগোপন ঠেকাতে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

হার্নান্দেজ ২০১৪ সাল থেকে চলতি বছর জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তার বিরুদ্ধে মাদক পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এই মাদক পাচারকারী চক্রে তার ছোট ভাই টনি হার্নান্দেজ যুক্ত বলে গণমাধ্যমে জানানো হয়েছে। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তার ভাইকে। তবে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক চোরাচালানের জন্য হন্ডুরাসকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে আসছে অপরাধী চক্রের সদস্যরা। সম্প্রতি অভিযোগ পাওয়া গেছে, দেশটিতে কোকেনও উৎপাদন হয়ে থাকে।

ক্ষমতায় থাকাকালে প্রেসিডেন্ট হার্নান্দেজ মাদক চোরাচালান বন্ধের সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে দাবি করেন তিনি। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সরকারকেও সমর্থন করেন।