মধ্যরাতে চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চে আগুন, নিরাপদে যাত্রীরা

মধ্যরাতে চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চে আগুন, নিরাপদে যাত্রীরা

শেয়ার করুন

Lanch

নিজস্ব প্রতিবেদক।।

চাঁদপুরের মেঘনা নদীতে বরিশালগামী যাত্রীবাহী এমভি সুরভী ৯-লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লঞ্চ স্টাফদের চেষ্টায় আগুন লঞ্চে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে।

শনিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিএ’র চাঁদপুরের বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম জানান, শনিবার রাত ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চটির ইঞ্জিন রুমে আগুন লাগে।

এ খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে লঞ্চের কর্মীদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

কায়সারুল ইসলাম জানান, লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাতে লঞ্চটি মোহনপুরে নোঙ্গর করে রাখা হয়। পরে ভোরবেলা লঞ্চটি বরিশালের উদ্দেশে রওনা হয়েছে।

লঞ্চটি মোহনপুর এলাকায় নোঙ্গর করে রাখা হয়েছে। যাত্রীরা নিরাপদে আছেন। যাত্রীদের অন্য কোনো লঞ্চে করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলেও জানান বিআইডব্লিউটিএ-এর চাঁদপুরের বন্দর কর্মকর্তা।