ভারত থেকে ৫৭ বছর পর আবার বাংলাদেশে ‘মিতালী এক্সপ্রেস

ভারত থেকে ৫৭ বছর পর আবার বাংলাদেশে ‘মিতালী এক্সপ্রেস

শেয়ার করুন

train

নীলফামারী প্রতিনিধি।।

ভারতের নিউজলপাইগুড়ি থেকে ১২ জন যাত্রী নিয়ে নীলফামারীর চিলাহাটি স্টেশনে পৌঁছায় আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন।

বুধবার (১ জুন) বাংলাদেশ সময় ২টা পাঁচ মিনিটে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে ট্রেনটি। যাত্রাবিরতি শেষে দুপুর ২টা ৪৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ওই যাত্রীদের মধ্যে বাংলাদেশের চার জন ও ভারতের আটজন নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনটি ভারতীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সময়ের ২ ঘণ্টা ১৫ মিনিট আগে ৯টা ৩০ মিনিট নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে আসে। ১০টা ৩৫ মিনিটে ভারতের হলদিবাড়ি স্টেশনে পৌঁছায় ট্রেনটি। সেখানে অবস্থানের পর বাংলাদেশ সময় বেলা ২টা ১ মিনিটে সীমান্তরেখা অতিক্রম করে।

চিলাহাটির সহকারী স্টেশন মাস্টার মো. ময়নুল হোসেন বলেন, ট্রেনটি চিলাহাটি স্টেশনে আসার নির্ধারিত সময় ছিল বেলা ১টা ৫৫ মিনিট।

কিন্তু সীমান্তের শূন্যরেখা থেকে চিলাহাটি স্টেশন পর্যন্ত সাত কিলোমিটার রেলপথের দুই ধারে উৎসুক জনতার ভিড় ছিল। তাঁরা হাত নেড়ে, উল্লাস করে ট্রেনটিকে স্বাগত জানান। এ কারণে ট্রেনটি ধীর গতিতে আসে। ফলে কিছুটা বিলম্ব হয়েছে।