ভারতে বিতর্কিত ৩ কৃষি আইন বাতিল

ভারতে বিতর্কিত ৩ কৃষি আইন বাতিল

শেয়ার করুন

India

আন্তর্জাতিক ডেস্ক।।

ভারতের বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের বেশ কয়েকটি রাজ্যে নির্বাচনের আগে শুক্রবার (১৯ নভেম্বর) এক ভাষণে এই ঘোষণা দেন তিনি। বিতর্কিত ওই কৃষি আইন বাতিলের দাবিতে গত প্রায় এক বছর ধরে আন্দোলন করছিলেন কৃষকরা।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বিতর্কিত এই আইন নিয়ে অনড় অবস্থানে থাকলেও কৃষকদের দীর্ঘ আন্দোলনের কারণে সেটি বাতিলের ঘোষণা দেওয়ার মাধ্যমে মোদি কার্যত পিছু হটলেন।

কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার সময় অনেকটা আক্ষেপের সুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি।

আন্দোলনের পথ ছেড়ে কৃষকদের আবারও চাষাবাদে ফেরার আহ্বান জানান তিনি। নরেন্দ্র মোদী বলেন, ‘‘আসুন, সব আবার নতুন করে শুরু করা যাক।’’ তিনি আরও বলেন, ‘‘এখন কাউকে দোষারোপের সময় নয়।’’

এর আগে তিনটি বিতর্কিত কৃষি আইন স্থগিত রাখার জন্য কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট নির্দেশনা দেন ভারতের সর্বোচ আদালত।