ভারতীয় সাত সেনাকে সম্মাননা দেবে বাংলাদেশ

ভারতীয় সাত সেনাকে সম্মাননা দেবে বাংলাদেশ

শেয়ার করুন
W
W

এটিএন টাইমস ডেস্ক:

মুক্তিযুদ্ধে আত্মদানের স্বীকৃতিস্বরূপ ভারতীয় সাত শহীদ বীর সেনাকে সম্মাননা দেবে বাংলাদেশ সরকার।

ভারত সফরে গিয়ে তাদের পরিবারের হাতে সম্মাননা ও নগদ অর্থ তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন এই তথ্য নিশ্চিত করেছে।

শহীদ সাত বীর হলেন, শহীদ ল্যান্স নায়েক অ্যালবার্ট এক্কা, পিভিসি শহীদ মেজর অনুপ সিং, এমভিসি শহীদ সুবেদার মালকিয়াত সিং, এমভিসি শহীদ সিপাহী অনসুয়া প্রসাদ, এমভিসি শহীদ লেফটেনেন্ট সমীর দাস, ভিএসএম শহীদ স্কোয়াড্রন লিডার এ বি সামন্ত এবং শহীদ ল্যান্স নায়েক মোহিনি রঞ্জন চক্রর্বর্তী, ভিআরসি।