বিএনপির স্থায়ী কমিটিতে নতুন মুখ খসরু ও সালাহ উদ্দিন

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন মুখ খসরু ও সালাহ উদ্দিন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে পুরনো ১৪ জনের সঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে বিএনপির নতুন কমিটি ঘোষনা করা হল।

খসরু ও সালাহউদ্দিনদলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে ১৭ জনের নাম ঘোষণা করেন নতুন মহাসচিব। বাকি দুজনের নাম পরে জানানো হবে বলে জানান তিনি।

মহাসচিব পদাধিকার বলে স্থায়ী কমিটির সদস্য। স্থায়ী কমিটিতে আগের ১৪ জন রয়েছেন। অসুস্থতার কারণে এম শামসুল ইসলাম ও সারোয়ারি রহমানকে স্থায়ী কমিটি থেকে বাদ দিয়ে উপদেষ্টা পরিষদে নেয়া হয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদকে।

মোট উপদেষ্টা করা হয়েছে ৭৩ জন। ৩৫ জন ভাইস চেয়ারম্যানসহ নির্বাহী কমিটির সংখ্যা ২০৯ জন। জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের চার মাস ১৬ দিন পর ৫০২ সদস্যের বিএনপির এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হল।