বাসে হাফভাড়া দিতে চাওয়ায় ধর্ষণের হুমকি, বকশীবাজারে ছাত্রীদের বিক্ষোভ

বাসে হাফভাড়া দিতে চাওয়ায় ধর্ষণের হুমকি, বকশীবাজারে ছাত্রীদের বিক্ষোভ

শেয়ার করুন

Bokshi bazar

নিজস্ব প্রতিবেদক।।

বাসে অর্ধেক ভাড়া দিতে চাওয়ায় বাসের কন্ট্রাক্টর এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেয়ায় রাজধানীর বকশীবাজারে সড়ক অবরোধ করেছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী।

তাঁদের অভিযোগ, গতকাল শনিবার রাজধানীর শনির আখড়ায় ঠিকানা পরিবহনের একটি বাসে বদরুন্নেসা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চাইলে তাঁকে ধর্ষণের হুমকি দিয়েছেন বাস। কন্ট্রাক্টর। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা এর বিচারের দাবিতে রাস্তায় নামে তারা।

ধর্ষণের হুমকির বিচার ও হাফ পাস ভাড়ার দাবিতে আজ রোববার সকালে বদরুন্নেসা কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল বের করতে চাইলে আগে থেকেই কলেজফটকে অবস্থানে থাকা পুলিশ বাধা দেয়।

পরে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে গেলে ফটক খুলে দেওয়া হয়। সকাল ১০টার কিছুক্ষণ পরে কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে বকশীবাজার মোড়ে গিয়ে রাস্তা আটকে অবস্থান নেন। এতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দেয় তীব্র যানজট।

শিক্ষার্থীদের অভিযোগ, বাসের শ্রমিকরা ছাত্র-ছাত্রীদের দেখলে বাস থামাতে চায় না। আবার নামার সময়ও ভালোভাবে নামায় না। এছাড়া বিভিন্ন সময় তারা কটূক্তি করে।

ভুক্তভোগীরা জানান, এসব ঘটনার সুরাহা না হলে আমাদের আরো ভয়ানক পরিস্থতির মুখে পড়তে হতে পারে।

শিক্ষার্থীরা এসময় ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দেন। তাঁদের হাতে ‘হাফ পাস আমাদের অধিকার’, ‘এই হলো দেশের কঠোর বাস্তবতা, নিজের অধিকার চাইতে মেলে ধর্ষণের বার্তা’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড রয়েছে।