বান্দরবানে মারমা নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

বান্দরবানে মারমা নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

শেয়ার করুন

rape_jun1

বান্দরবান প্রতিনিধি।।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় মারমা সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

নোয়াপতং ইউনিয়নের চেয়ারম্যান চনু মং মারমা বলেন, ‘সন্ধ্যার পর বাড়ি না ফিরলে আলুচে পাড়ার গ্রামবাসীরা সেই নারীকে বনে খুঁজতে যান। পরে পাহাড়ি একটি ঝিরিতে (প্রাকৃতিক জল প্রবাহিত এলাকা) তাকে মৃত অবস্থায় দেখতে পান।’

অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘প্রায় এক সপ্তাহ আগে সেই নারী তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের কাঠ কাটার একদল লোককে তার জুমের খামার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। তাদের দ্বারা এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, গতরাত ৮টার দিকে এক মারমা নারীর মরদেহ পাহাড়ি ঝিরি থেকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সেই নারীর ছেলে রোয়াংছড়ি থানায় মামলা করেছেন।