বরিশালের গজারিয়া নদীতে ট্রলারডুবি, মা-মেয়ের লাশ উদ্ধার

বরিশালের গজারিয়া নদীতে ট্রলারডুবি, মা-মেয়ের লাশ উদ্ধার

শেয়ার করুন

Trawller sank

বরিশাল সংবাদদাতা।।

বরিশালের মেহেন্দিগঞ্জে গজারিয়া নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখনো ৩ জন নিখোঁজ রয়েছে বলে জানায় পুলিশ।

শুক্রবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীর লালখাড়াবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মে‌হে‌ন্দিগঞ্জ থানা পু‌লি‌শের প‌রিদর্শক (তদন্ত) তৌহিদ জামান জানান, শুক্রবার বেলা ১১টায় মেহেন্দিগঞ্জের মা‌ঝেরচর থে‌কে দ‌ড়িরচর খাজু‌রিয়া গ্রামে যাচ্ছিল।

কিন্তু গজারিয়া নদীতে পৌঁছালে প্রবল ঢেউয়ের কারণে ২৫ জন যাত্রী নি‌য়ে ট্রলার‌টি ডু‌বে যায়। তারা সবাই মৃত স্বজনের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলের পাশেই নদীতে টহলে থাকা একটি কোস্টগার্ডের টিম এসে তাদের উদ্ধার করে।

বাকিদের মধ্যে দুজ‌নের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তিনজন এখনো নি‌খোঁজ র‌য়ে‌ছে। তা‌দেরকে উদ্ধা‌রে কাজ করছে নৌ-পুলিশ। কোস্টগার্ডের একটি টহল দলও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

ওসি তদন্ত আরও জানান, ট্রলারডুবিতে নিহত মা ও মেয়ের মরদেহ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ছাড়া জীবিত উদ্ধার ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।