প্রশ্নফাঁসের অভিযোগে জনতা-রূপালী ব্যাংকের ৪ কর্মকর্তা বরখাস্ত

প্রশ্নফাঁসের অভিযোগে জনতা-রূপালী ব্যাংকের ৪ কর্মকর্তা বরখাস্ত

শেয়ার করুন

Arrest

নিজস্ব প্রতিবেদক।।

প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অপরাধে জনতা ব্যাংকের তিন কর্মকর্তা এবং রূপালী ব্যাংকের এক কর্মকর্তাকে মৌখিকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে শিগগির বোর্ড সভার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উর্দ্ধতন কর্মকর্তারা।

গুরুতর অপরাধ করায় ওই কর্মকর্তাদের সংশ্লিষ্ট ব্যাংক থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংক দুটির একাধিক দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তা।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) জনতা ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জানান, ‘কেউই আইনের ঊর্ধ্বে নন। কোনো অনিয়ম করলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমাদের বোর্ড থেকে শিগগির এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
রূপালী ব্যাংকের দায়িত্বশীল ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘কেউ গুরুতর এমন অপরাধ করলে তিনি সঙ্গে সঙ্গে বরখাস্ত হন। পরে তার অপরাধ প্রমাণ হলে তিনি আর যোগদান করতে পারবেন না। আমাদের ওই কর্মকর্তাকেও গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গেই বরখাস্ত করা হয়েছে। তবে কিছু নিয়ম-রীতি রয়েছে, বোর্ড তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’