পিরোজপুরে মানবিক পুলিশ কর্মকর্তার অনন্য দৃষ্টান্ত

পিরোজপুরে মানবিক পুলিশ কর্মকর্তার অনন্য দৃষ্টান্ত

শেয়ার করুন

Pirjojpur

পিরোজপুর প্রতিনিধি।।

পিরোজপুরে আদালতের গ্রেফতারি পরোয়ানা নিয়ে এক নারী আসামিকে গ্রেফতারের পর পরিবারের দুর্দশার কথা শুনে তাঁর সন্তানদের খাদ্য সহায়তা দিয়েছেন পুলিশ কর্মকর্তা জাহিদ হোসেন। জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়ার টিকিকাটা গ্রামের মরিয়ম বেগমের স্বামী জাকির হোসেন একটি বেসরকারি ব্যাংক থেকে ১৬ লাখ টাকা ঋণ নিয়ে দ্বিতীয় বিয়ে করে পালিয়ে যান। কিন্তু স্বামীর ঋণের জামিনদার ছিলেন মরিয়ম। এরপর দীর্ঘ দিনেও ঋণের টাকা পরিশোধ না করায় মরিয়ম দম্পতির বিরুদ্ধে আদালতে ২০ লাখ টাকার মামলা করে ওই ব্যাংক। আদালতের পরোয়ানা জারি হলে পুলিশ মরিয়মকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের সময় মরিয়মের দুর্দশার কথা শুনে হৃদয় ভেঙে যায় এএসআই জাহিদের। কষ্ট সহ্য করতে না পেরে তিনি মরিয়মের তিন সন্তানের জন্য বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

গত রোববার রাতে মঠবাড়িয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদ হোসেন পরোয়ানা নিয়ে মরিয়মের বাড়িতে যান। মরিয়মকে গ্রেপ্তার করার পর জাহিদ হোসেন জানতে পারেন, মরিয়ম কাঁথা সেলাই ও মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালাচ্ছেন। শারমিন আক্তার (১৮), মো. রুম্মান (১১) ও জান্নাতি আক্তার (৮) নামে তাঁর তিনটি সন্তান আছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মরিয়ম। মরিয়মের অভাব–অনটনের কথা শুনে এএসআই জাহিদ হোসেন মর্মাহত হন। পরদিন গতকাল সোমবার মরিয়মের তিন সন্তানের জন্য ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ২ লিটার তেল, ২ কেজি করে পেঁয়াজ, লবণ, চিনি এবং সাবান, মরিচ ও হলুদ কিনে বাড়িতে পৌঁছে দেন এএসআই জাহিদ হোসেন।