পায়রা সেতু উদ্বোধনের পর দুই তীরে আনন্দ উদযাপন

পায়রা সেতু উদ্বোধনের পর দুই তীরে আনন্দ উদযাপন

শেয়ার করুন

Patuakhali ullash

এটিএন টাইমস ডেস্ক।।

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীর দুই তীরের বাসিন্দাদের মধ্যে ছিল আনন্দের বন্যা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের স্বপ্নের পায়রা সেতু উদ্বোধনের পর উল্লাসে ফেটে পড়েন হাজারো মানুষ। এসময় তারা ঢাক-ঢোল বাজিয়ে আনন্দের পাশাপাশি শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

উদ্বোধনের পর পরই শুরু হয় সেতুর ওপর মানুষের আনাগোনা। চলে কিছু ছোট যানবাহনও। শুরুতে টোল ছাড়াই এসব যানবাহন সেতুর ওপর দিয়ে ছুটে চলে যায়। পরে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে কুয়াকাটা থেকে বরিশালগামী ডলফিন পরিবহনের একটি বাস বরিশাল যাওয়ার পথে টোলঘরে এসে থামে এবং টোল পরিশোধ করে।

টোল প্লাজার ব্যবস্থাপক এম এম আসাদুজ্জামান বলেন, ‘উদ্বোধনের পার টোল প্লাজা খুলে দেওয়ার পর অনেক গাড়ি আসছে। খুব ভালো লাগছে। স্থানীয়দের পাশাপাশি তাঁরাও আনন্দিত।’

বাসের যাত্রী কুয়াকাটার মহিপুরের মাছ ব্যবসায়ী আবু তালেব বলেন, ভাই, প্রথম যাত্রী হয়ে বাসে সেতু পার হচ্ছি। এমনিতেই সেতুটি দেখতে খুব সুন্দর। এরপর পরিবারের সবাইকে নিয়ে একদিন সেতু দেখতে আসব।’

এদিকে বিকেল গড়াতেই উচ্ছ্বসিত মানুষের ঢল নামে সেতুর ওপর। এলাকার শিক্ষার্থীরা দল বেঁধে সেতুটি দেখতে ছুটে যায়। এ সময় স্থানীয়রা জানান, বাড়ির কাছে সেতু দীর্ঘদিন ধরে দূর থেকে দেখেছি। কিন্তু আজ সেতুর ওপর দিয়ে হেঁটে চলছি। সুন্দর, দৃষ্টিনন্দন সেতু এলাকার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।