পাক প্রধানমন্ত্রী হয়ে হেলিকপ্টারে ৯৮৪ মিলিয়ন রুপি খরচ করেছেন ইমরান

পাক প্রধানমন্ত্রী হয়ে হেলিকপ্টারে ৯৮৪ মিলিয়ন রুপি খরচ করেছেন ইমরান

শেয়ার করুন

Imran Khan

আন্তর্জাতিক ডেস্ক।।

প্রায় সাড়ে তিন বছর পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ইমরান খান। সম্প্রতি অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন পিটিআইয়ের চেয়ারম্যান। এ সময়ের মধ্যে হেলিকপ্টারে চড়া বাবদ তিনি খরচ করেছেন ৯৮০ মিলিয়ন রুপির বেশি (৯৮ কোটি রুপি)।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির খবরে বলা হয়, ২০১৮ সালের আগস্ট থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত ৯৮০ মিলিয়ন রুপির বেশি খরচ হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর হেলিকপ্টার ভ্রমণের পেছনে। পাকিস্তানে হেলিকপ্টারের ঘণ্টাপ্রতি ভাড়া দুই লাখ ৭৫ হাজার রুপি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইমরান খানের বাসভবনের দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার।

খবরে আরো বলা হয়, সাবেক এ প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে চড়া বাবদ খরচ হয়েছে ৯৮৪ মিলিয়ন রুপি। এর মধ্যে হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণের জন্য খরচ হয়েছে ৫১১.৯ মিলিয়ন রুপি আর ফ্লাইটের পেছনে খরচ হয়েছে ৪৭২ মিলিয়ন রুপি।

২০১৮ সালের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে ইমরান খান হেলিকপ্টারে চড়েছেন ২৮৯ ঘণ্টা, এতে খরচ হয়েছে ৩৭.৯ মিলিয়ন রুপি। ২০১৯ সালে তিনি ভ্রমণ করেছেন ৭৪২.৪ ঘণ্টা, এতে খরচ হয়েছে ১৩১.৯ মিলিয়ন রুপি।