নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত

নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত

শেয়ার করুন

India Ballestik

আন্তর্জাতিক ডেস্ক।।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর পরীক্ষা চালিয়েছে ভারত। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় উড়িষ্যা উপকূলের এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এই ব্যালিস্টিক মিসাইলটি উৎক্ষেপণ করা হয়।

এনডিটিভির খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য সাড়ে ১৭ মিটার এবং পরিধি ২ মিটার। এটি ১৫ হাজার কেজি পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এতে তিন স্তরীয় রকেট বুস্টার আছে। এর গতি শব্দের চেয়ে ২৪ গুণ বেশি। সেকেন্ডে ৮.১৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই ক্ষেপণাস্ত্র। ক্ষেপনাস্ত্রটি ৫ হাজার কিলোমিটার ‍দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে। সেই সাথে লক্ষ্যবস্তকে ধ্বংস করতেও সক্ষম ।

অগ্নি ১ থেকে ৫ এই পুরো সিরিজের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ভারতের সরকারি সংস্থা ডিআরডিও। এখনও পর্যন্ত অগ্নি ক্ষেপণাস্ত্রের মধ্যে অগ্নি ৫-এর পাল্লা সবচেয়ে বেশি।

ক্ষেপনাস্ত্রটির সফল এই পরীক্ষাকে চীনের বিরুদ্ধে ভারতের একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে। সেই সাথে অগ্নি-৫ এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ ও আফ্রিকার কিছু অংশেও পৌঁছাতে পারে।