দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তি চরমে

দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তি চরমে

শেয়ার করুন

Cumilla jam

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ সকাল থেকে আবারও চার লেনের সংস্কারকাজ শুরু হওয়ায় প্রায় ১০ কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট।

সড়ক সংস্কারের কারণে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যান চলাচল ব্যাহত হয়।

চার লেনের যানবাহন দুই লেনে এবং এলোপাতাড়ি চলাচলের কারণে সড়কে তীব্র যানজট দেখা দেয়। উপজেলার আমিরাবাদ থেকে মেঘনা গোমতী সেতু এলাকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।

রোজা ও তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়ে যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয়রা জানায়, স্বাভাবিকভাবে পাঁচ মিনিটের মতো সময় লাগে। সড়ক সংস্কারের কারণে তীব্র যানজটে আটকা পড়ে পাঁচ মিনিটের পথ যেতে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লেগেছে।

কুমিল্লাগামী একটি বাসের চালক রবিউল ইসলাম বলেন, সড়কের সংস্কারকাজের জন্য পথে পথেই যানজট।