ছেলের মৃত্যুদণ্ড, মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

ছেলের মৃত্যুদণ্ড, মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

শেয়ার করুন

ctg-court

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে ব্যাংক কর্মকর্তা মনির আহমেদ চৌধুরী হত্যা মামলায় প্রতিবেশী এক তরুণকে মৃত্যুদণ্ড এবং তার মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের আদালত।

সোমবার দুপুরে চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউজ্জামান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলো ছেলে হুমায়ুন কবির ও যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি মা শামসুন্নাহার। আসামিরা বর্তমানে কারাগারে রয়েছে।

২০০৫ সালের ১০ জুন চন্দনাইশ সদরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যাংক কর্মকর্তা মনির আহমেদ চৌধুরীকে আসামি হুমায়ুন কবির ও মা শামসুন্নাহার কোদাল ও লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে তানভির বাদি হয়ে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে। ২

০০৮ সালের ২৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন ও ১৬ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন। নিহত মনির আহমেদ চৌধুরী রূপালী ব্যাংক আগ্রাবাদ শাখায় কর্মরত ছিলেন।