চুয়াডাঙ্গায় টানা চার দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা, মানুষের নাভিশ্বাস

চুয়াডাঙ্গায় টানা চার দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা, মানুষের নাভিশ্বাস

শেয়ার করুন

Hot

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার উপর দিয়ে তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে। সোমবার দুপুর ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। সোমবার দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস।

আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভবনা না থাকায় তাপদাহ অব্যাহত থাকবে। বাতাসে আদ্রতার পরিমাণ ৩০ শতাংশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক বলেন, বৃষ্টি না হওয়া পর্যন্ত এই তাপমাত্রা স্বাভাবিক হবে না।

আরও কয়েকদিন এমন তাপদাহ অব্যাহত থাকতে পারে।

এর আগে গত শুক্রবার ৩৫ চুয়াডাঙ্গা জেলায় ডিগ্রি ও শনিবার ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

রোববারও জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়।