চিরনিদ্রায় চলে গেলেন সাংবাদিক অরুণ বসু

চিরনিদ্রায় চলে গেলেন সাংবাদিক অরুণ বসু

শেয়ার করুন

Arun

নিজস্ব প্রতিবেদক।।

করোনা আক্রান্ত হয়ে চিরনিদ্রায় চলে গেলেন প্রথম আলোর সাংবাদিক ও প্রথমা প্রকাশনের সমন্বয়ক অরুণ বসু (৬৮)।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তাঁর সহকর্মীরা জানিয়েছেন, অরুণ বসু করোনাভাইরাস সংক্রমিত হয়েছিলেন। এরপর ৫ অক্টোবর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

করোনা সংক্রমিত হওয়ার আগে অরুণ বসু ঠান্ডা জ্বর ও জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন। তবে ঠান্ডা জ্বর ও জন্ডিস থেকে তিনি সেরে উঠে ছিলেন।
অরুণ বসু ১৯৫৩ সালের ১০ নভেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলেন।

বিকেলে প্রথিতযশা এই সাংবাদিকের মরদেহ নিয়ে আসা হয় প্রথম আলো কার্যালয়ের সামনে। সেখানে সব সহকর্মী তাঁর মরদেহের প্রতি ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।