চট্টগ্রামে ট্রেন-লরি সংঘর্ষ, দুই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

চট্টগ্রামে ট্রেন-লরি সংঘর্ষ, দুই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শেয়ার করুন

CTG Train

চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষ হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  গতরাত পৌনে ১২ টায় চট্টগ্রামের সীতাকুণ্ডের এসকেএম জুট মিল রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

একারণে প্রায় সোয়া দুই ঘন্টা আপ এবং ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ থাকে।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকার উদ্দেশে চট্টগ্রাম থেকে রাত ১১টার দিকে ছেড়ে যাওয়া তূর্ণা নিশিথা এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ডের এসকেএম জুট মিল এলাকায় রেল ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিনের একপাশে ধাক্কা লেগে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় ও লরিটির পেছনের অংশে দুমড়ে-মুছড়ে যায়।

তবে চালক আগেই গাড়ি থেকে সরে যান। পরে চট্টগ্রাম থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে গেলে রাত ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।