গাজীপুরে টেক্সটাইল কারখানা ও রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে টেক্সটাইল কারখানা ও রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে

শেয়ার করুন

Gazipur fire

গাজীপুর সংবাদদাতা।।

গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর ডাইসিন কেমিক্যাল গোডাউন এবং লাইফ টেক্সটাইল লিঃ নামে একটি শিল্প কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে প্রথমে ডাইসিন কেমিক্যাল গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।পরে একটুর মধ্যেই পাশে থাকা লাইফ টেক্সটাইল লিঃ কারখানার দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে।

গাজীপুর ফায়ার সার্ভিসের পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও ডিবিএল ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিল্ডিংয়ে প্রবেশে বিকল্প কোন রাস্তা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে ।

তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা জায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলেও জানান, ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।