গাজীপুরে ঈদ উদযাপন

গাজীপুরে ঈদ উদযাপন

শেয়ার করুন
Gazipur
।। মাজহারুল ইসলাম মাসুম, গাজীপুর ।।
করোনা পরিস্থিতির মধ্যেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরের ঈদ উল আযহা উদযাপিত হচ্ছে। জেলার অধিকাংশ স্থানে মসজিদেই ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। অনেক মসজিদেই একাধিক জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে সাতটায় জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে। এখানে নগর মেয়র জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম সহ নানা শ্রেণী-পেশার ধর্মপ্রাণ লোকজন অংশ নেন।  নামাজ শেষে
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদে পশু কোরবানী দেয়ার আহ্বান জানিয়েছেন। কোরবানির পশুর বর্জ্য সিটি কর্পোরেশন থেকে দেয়া পরিবেশ বান্ধব বিশেষ পলিব্যাগে  নির্ধারিত স্থানে রাখার আহ্বান জানিয়েছেন এবং সিটি কর্পোরেশন ২৪  ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে দেবেন বলে আশ্বাস দেন মেয়র। পরে মেয়র নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।