কালিয়াকৈরে পল্লী উন্নয়নে ৪৬ লক্ষ টাকা ঋণ বিতরণ

কালিয়াকৈরে পল্লী উন্নয়নে ৪৬ লক্ষ টাকা ঋণ বিতরণ

শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি।।

গাজীপুরের কালিয়াকৈর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে উপজেলা পল্লী উন্নয়ন প্রকল্পের অধীনে ৮ সমিতির মোট ৮৮ জন সদস্যদের মাঝে ক্ষুদ্র ব্যবসা, মৎস্য চাষ, গবাদি পশু পালনের জন্য ৪৬ লক্ষ পাঁচ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে হিজলতলী মধ্যপাড়া বিত্তহীন মহিলা দলের ১৯ জনকে ১৯লক্ষ ৮৫ হাজার টাকা,শাকাশ্বর মহিলা সমবায় সমিতির ১৪ জনকে ৯ লক্ষ ১৫ হাজার টাকা, চান্দুরা বিত্তহীন মহিলা দলের ১২ জনকে ৬ লক্ষ ৭০ হাজার টাকা,ঢালজোড়া খন্দকার পাড়া মহিলা দলের ১৩ জনকে ৬ লক্ষ ২৫ হাজার টাকা,দেওইয়ার পুরুষ দলের ১১ জনকে ৫ লক্ষ ৭০ হাজার টাকা ,নামা সুত্রাপুর বিত্তহীন মহিলা দলের ৭ জনকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা,নামাশুলাই কৃষক সমবায় সমিতির ৭ জনকে ২ লক্ষ ৯০ হাজার টাকা ,৩ নং উত্তর দাঁড়িয়াপুর বিত্তহীন মহিলা দলের ৫ জনকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা। সর্ব মোট ৮৮ জন সদস্যের মাঝে ৪৬ লক্ষ পাঁচ হাজার টাকা ক্ষুদ্র ব্যবসা,মৎস্য চাষ,গবাদি পশু পালনের জন্য ঋণ বিতরণ করা হয়।

জনসচেতনতার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আব্দুস সাত্তার, সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ ফয়েজ উদ্দিন, মোঃ নুর হোসেন, ইউডিও,আনোয়ার হোসেন, হিসাবরক্ষক, বেলায়েত হোসেন, হিসাব সহকারী, জোবাইদুর রহমান, গ্রাম সংগঠক,মমরেজ আলী, পরিদর্শক জব্বার,মাঠ সংগঠক অমিত, সূর্বনা, মোমেনা, সেলিনা প্রমুখ।