করোনার সংক্রমণ কমছে, শনাক্ত ১০ শতাংশের কম

করোনার সংক্রমণ কমছে, শনাক্ত ১০ শতাংশের কম

শেয়ার করুন

cor

নিজস্ব প্রতিবেদক।।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ৬১ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে এক হাজার ৭৪৩ জন। এ হিসেবে শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার সবই কমেছে। আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ৭০ জনের। নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩ হাজার ১৬৭ জন। রোগী শনাক্তের হার ছিল ১০ দশমিক ৭৬।

গত ৩ জুনের পর এই প্রথম শনাক্তের হার ১০ শতাংশের নিচে নামলো।

দেশে করোনা সংক্রমণ শুরুর পর বর্তমান বছরের জুলাই-আগস্ট মাসে পরিস্থিতি ভয়াবহ অবস্থায় পৌঁছায়। দেশে ৫ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া ২৮ জুলাই সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন।