করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, চীনা নাগরিকসহ চারজন নিহত

করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, চীনা নাগরিকসহ চারজন নিহত

শেয়ার করুন

Pakistan

আন্তর্জাতিক ডেস্ক।।

পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের বাইরে বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। তাঁদের তিনজনই চীনের নাগরিক। স্থানীয় সময় আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, করাচি বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট নামে একটি চীনা ভাষা শিক্ষাকেন্দ্রের কাছে গাড়িটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা ও উদ্ধারকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং জায়গাটিকে ঘিরে রাখেন।

নিহত চীনা নাগরিকরা হলেন কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক হুয়াং গুইপিং, ডিং মুপেং, চেন সাই। তাদের সঙ্গে পাকিস্তানি গাড়িচালক খালিদও প্রাণ হারিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গাড়িটিতে সাত থেকে আটজন আরোহী ছিলেন, তবে নিহতের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি।

আহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন চীনা নাগরিক ওয়াং ইউকিং এবং হামিদ নামে এক প্রহরী। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।