ইয়েমেন লড়াই নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

ইয়েমেন লড়াই নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

Smoke rises from a snack food factory after a Saudi-led air strike hit it in Sanaa
এটিএন টাইমস ডেস্ক:

ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন বিমান হামলা পরিকল্পনা সমন্বয়ের কাজে নিয়োজিত সদস্যদের প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি এ পরিকল্পনায় সহযোগিতাকারী কর্মীদের সংখ্যা কমিয়ে এনেছে দেশটি।

বাহরাইন থেকে মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, যৌথ সম্মিলিত পরিকল্পনা সেল ‘জেসিপিসি’-এ ২৪ ঘণ্টার জন্য নিয়োজিত মার্কিন সামরিক কর্মীর সংখ্যা বর্তমানে পাঁচেরও কম।

ইয়েমেনে বিমান হামলায় অংশ নেয়া আরব জোট বাহিনীর জঙ্গিবিমানগুলোকে জ্বালানি সরবরাহ এবং গোয়েন্দা তথ্য-বিনিময়ের মতো বিষয়গুলো সমন্বয় করার লক্ষ্যে, গেল বছর এই ‘যৌথ সম্মিলিত পরিকল্পনা সেল’ গঠন করা হয়েছিল। এই সেলের অংশ হিসেবে একসময় যুক্তরাষ্ট্রের প্রায় ৪৫ জন কর্মী নিয়োজিত ছিলো।

চলতি বছরের প্রথম দিকে ইয়েমেনে জোট বাহিনীর বিমান হামলার মাত্রা কমে আসার পর, জুনে কিছু কর্মী প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। এরপর পর্যায়ক্রমে আরো কমিয়ে আনে দেশটি। পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন, এই লড়াই নিয়ে তারা উদ্বিগ্ন। এই গৃহযুদ্ধ ইয়েমেনকে প্রায় দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েছে।