ইভ্যালির সিইও রাসেলসহ ২০ কর্মকর্তার বিরুদ্ধে এবার ধানমন্ডি থানায় মামলা

ইভ্যালির সিইও রাসেলসহ ২০ কর্মকর্তার বিরুদ্ধে এবার ধানমন্ডি থানায় মামলা

শেয়ার করুন

rasel

নিজস্ব প্রতিবেদক।।

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাসেল ও তাঁর স্ত্রীসহ ২০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডি থানায় এ মামলা করেন কামরুল ইসলাম নামের একজন ভুক্তভোগী।

কামরুল ইসলাম ইভ্যালির পণ্য সরবরাহকারী ছিলেন। মামলার বিবরণে বলা হয়, চারটি প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি ইভ্যালির কার্যাদেশ পেয়ে ৩৫ লাখ ৮৫ হাজার ৫৪২ টাকার পণ্য সরবরাহ করেন। কিন্তু ইভ্যালি এসব পণ্যের অর্থ পরিশোধ করেনি। এ ব্যাপারে একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো সাড়া দেয়নি।

ধানমন্ডি থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান. এই মামলায় রাসেল ও তাঁর স্ত্রীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।বর্তমানে তাদেরকে গুলশান থানার মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। এটি শেষ হলে আমরা আমাদের মামলায় রিমান্ড চাইব।’