আসামে বন্যায় ২৮ জনের মৃত্যু, গৃহহীন লক্ষাধিক

আসামে বন্যায় ২৮ জনের মৃত্যু, গৃহহীন লক্ষাধিক

শেয়ার করুন

Asam

আন্তর্জাতিক ডেস্ক।।

ভারতের আসাম রাজ্যে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ১০ লাখ মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। খবর আল জাজিরার।

ভারি বৃষ্টি-বন্যায় মহাসড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, তারা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন।

ব্রহ্মপুত্রের উপনদী কপিলি নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ১৭ মে থেকে হোজাই এবং নাগাঁও জেলার বিশাল অংশ জুড়ে নদীর পানি সর্বোচ্চ স্তরে প্রবাহিত হচ্ছে।

আসাম দুর্যোগ ব্যবস্থাপণা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, বন্যার কারণে ১৫ জেলার প্রায় ৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া আরও ৭২ হাজারের বেশি মানুষ এখনও রাজ্যের দক্ষিণ এবং মধ্যাঞ্চলের আশ্রয় শিবিরে বাস করছেন।

এপ্রিলের শুরু থেকে আসামের প্রায় ৩৩টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ১০ লাখ বাসিন্দাকে বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় নিতে হয়েছে বলে জানিয়েছে এএডিএমএ।

এছাড়া জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের সদস্য, দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীসহ বেশ কয়েকটি সরকারি সংস্থাকে ত্রাণ ও উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে।