আগামী মাস থেকেই শুরু হবে কলেরার টিকা কার্যক্রম- স্বাস্থ্যমন্ত্রী

আগামী মাস থেকেই শুরু হবে কলেরার টিকা কার্যক্রম- স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন

Health Min-Colera

নিজস্ব প্রতিবেদক।।

মে মাসে কলেরা টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব বেশি, সেসব এলাকায় কলেরার টিকা দেওয়া হবে। সামনে এ টিকার পরিসর বাড়ানোর পরিকল্পনা আছে।

দেশে গত মার্চ থেকে ডায়রিয়ার প্রকোপ বাড়তে দেখা যাচ্ছে। রাজধানী ঢাকাতেই ডায়রিয়ার প্রকোপ বেশি। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় ডায়রিয়ার প্রকোপ দেখা যাচ্ছে।

রাজধানীর আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) কলেরা হাসপাতালে দৈনিক গড়ে হাজারের বেশি ডায়রিয়া রোগী ভর্তি হওয়ার প্রেক্ষাপটে ১৩ এপ্রিল রাজধানীর পাঁচ স্থানে কলেরার টিকা দেওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্থানগুলো হলো যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর ও সবুজবাগ। ২৩ লাখ মানুষকে দুই ডোজ করে কলেরার টিকা দেওয়া হবে বলে সে সময় জানানো হয়।