আইএসের বন্দিশালাথেকে দুই সহস্রাধিক জিম্মি উদ্ধার

আইএসের বন্দিশালাথেকে দুই সহস্রাধিক জিম্মি উদ্ধার

শেয়ার করুন

isis আইএস

বিশ্ব সংবাদ ডেস্ক:

দীর্ঘ দুই মাসের যুদ্ধে সিরিয়ার মানবিজ শহর থেকে আইএস আইএস পিছু হটলে প্রায় ২০০০ হাজার বা  তারও বেশি মানুষ পালিয়ে এসেছে বন্দিদশা থেকে। এসময় পুরুষ ও নারীরা তাদের কোলের শিশুসহ বেরিয়ে আসে ট্রাক, লরি, ছোট যান ও পায়ে হেঁটে।

মানবিজের ‘পিছু হটা’ আইএসের জন্য কৌশলগত ‘ঢাক্কা’ বললেন যুক্তরাষ্ট্র নেত্রীত্বাধীন বাহিনীর মুখপাত্র কর্ণেল ক্রিস গারভার। এখন মানবিজ শহর নিয়ন্ত্রন করছে সিরিয়ান গনতান্ত্রিক ফোর্স ও সিরিয়ান আরব কোয়ালিসন।

কুর্দি টেলিভিশনে কুর্দি যোদ্ধা ও সাধারন মানুষ একে অন্যকে জড়িয়ে আনন্দ ভাগাভাগি করার দৃশ্য প্রচার করে। যুক্তরাষ্ট্রের বিমান আক্রমণের সাহায্যে দুই মাস যুদ্ধের পর কুর্দি ও আরব কোয়ালিশনের যোদ্ধারা মানবিজের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।