অবসর নিচ্ছেন জাপানের সম্রাট আকিহিতো

অবসর নিচ্ছেন জাপানের সম্রাট আকিহিতো

শেয়ার করুন

Japan Emperor
এটিএন টাইমস ডেস্ক:

নিজের বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাপানের সম্রাট আকিহিতো।

সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় জাতীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ৮২ বছর বয়সী আকিহিতো। আর এই ভাষণেই তিনি তার অবসরের ব্যাখ্যা দেবেন।

জাপানের ঐতিহ্য অনুযায়ী কোনো সম্রাটের মৃত্যুর পরই অন্য কেউ তার স্থলাভিষিক্ত হন। কিন্তু সম্প্রতি, আকিহিতো অবসরের ইঙ্গিত দেন। ১৮১৭ সালের পর এই প্রথম কোনো সম্রাট মৃত্যুর আগেই সিংহাসন ছাড়ার সিদ্ধান্ত নিলেন।

আধুনিক জাপানে যা খুবই অপ্রত্যাশিত। দেশটির সংবিধানেও এরকম কোনো বিধান নেই। আকিহিতোর পর তার ৫৬ বছর বয়সী ছেলে নারুহিতো সিংহাসনে বসবেন। জাপানে রাজনৈতিক ভাবে প্রধানমন্ত্রীই নির্বাহী ক্ষমতার অধিকারী।

তবে ঐতিহ্য ও সম্মানের দিক থেকে সম্রাটের অবস্থান আরো ওপরে। সম্রাটের এই ঘোষণার প্রেক্ষিতে সংবিধান পরিবর্তন করার প্রয়োজন হতে পারে বলে অনেকেই মত দিয়েছেন। ধারণা করা হচ্ছে, সম্রাট আকিহিতোর ভাষণের পর বিবৃতি দেবেন প্রধানমন্ত্রী শিনজো আবে।