হাইতিতে অপহৃত ১৭ জনের মধ্যে দুই মার্কিন মিশনারির মুক্তি

হাইতিতে অপহৃত ১৭ জনের মধ্যে দুই মার্কিন মিশনারির মুক্তি

শেয়ার করুন

Hiti

আন্তর্জাতিক ডেস্ক।।

হাইতিতে অপহৃত ১৭ খ্রিস্টান মিশনারির মধ্যে দু’জনকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। রাজধানী পোর্ট-অব-প্রিন্স থেকে গ্যাং সদস্যরা ওই মিশনারি এবং তাদের পরিবারের সদস্যদের অপহরণ করে গত অক্টোবর মাসে।

খবর আল-জাজিরার খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রিশ্চিয়ান এইড মিনিস্ট্রিস এক বিবৃতিতে জানায়, আমরা জেনেছি হাইতিতে অপহৃত দুইজন মুক্তি পেয়েছেন। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

মুক্তির পর তাঁদের দেশে ফেরার আয়োজন করেছে একটি গোষ্ঠী। ওই গোষ্ঠীটি স্থানীয় সময় গতকাল রোববার মুক্তির খবর জানিয়েছে। তারা কোন দেশের নাগরিক তা–ও জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের ওহাইওভিত্তিক ক্রিশ্চিয়ান এইড মিনিস্টিরিজ বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা জানতে পেরেছি হাইতিতে জিম্মিদের মধ্যে দুজনকে মুক্তি দেওয়া হয়েছে।’

অপহৃত ব্যক্তিদের ১৬ জন মার্কিন এবং একজন কানাডীয় নাগরিক। এর মধ্যে পাঁচ শিশুও রয়েছে। একটি এতিমখানা থেকে ফেরার পথে অক্টোবরে হাইতিতে অপহৃত হন তাঁরা।

এ ঘটনা হাইতির অপহরণ সমস্যাকেই তুলে ধরেছে। অর্থনৈতিক, রাজনৈতিক সংকট ও সহিংসতার কারণে সম্প্রতি দেশটির এ সংকট প্রকট হয়েছে।

হাইতির কর্মকর্তারা জানিয়েছেন, অপহরণের সঙ্গে জড়িত ওই অপরাধী চক্রের নাম ‘৪০০ মাওউজো’। এর আগে অপহৃত ব্যক্তিদের মুক্তি দিতে অপরাধী চক্রটি জনপ্রতি ১০ লাখ মার্কিন ডলার দাবি করেছিল।