হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জে গত কয়েক দিন ধরে শীতে বেড়েছে ঠান্ডাজনিত নানা রোগ বালাই। এসব রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাতে ৫ শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
সদর আধুনিক হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আশরাফ উদ্দিন জানান, ঠান্ডাজনিত রোগীর চাপ বেশি হওয়ায় চিকিৎসা দিতেও হিমশিম খেতে হচ্ছে।
তিনি বলেন, মৃত শিশুদের সবাই নবজাতক। তাদের অবস্থা যখন বেশি খারাপ হয়ে যায় তখন আমাদেরও কিছু করার থাকে না। তবে আমরা এ হাসপাতালে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করছি।
সরেজমিন ঘুরে জানা যায়, জেলায় গত কয়েক দিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। মাঝে মাঝেই হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। অনেক সময় দিনের অধিকাংশ সময়ই রোদের দেখা মেলে না। রাস্তায় গাড়িগুলোকে লাইট জ্বালিয়ে চলাচল করতে হয়।