লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের সেবকদাশ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। তাদের নাম ইদ্রিস আলী (৪০) ও আসাদুজ্জামান ভাসানী (৪৫)।
শুক্রবার ভোরে উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের পশ্চিমে সেবকদাশ সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর উপ-পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস আলী উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গোড়ল গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে এবং আসাদুজ্জামান ভাসানী ওই গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
জানা গেছে, শুক্রবার গভীর রাতে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় ইদ্রিস আলী ও আসাদুজ্জামান ভাসানী ভারতে প্রবেশ করে। ভোরে তারা গরু নিয়ে ফেরার পথে গুনজিরির চওড়া বিএসএফের ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কাঁটাতার সংলগ্ন এলাকায় তাদের মৃত্যু হয়। তাদের লাশ ভারতীয় অংশে পড়ে আছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, তিনি বিষয়টি শুনছেন। বিজিবির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে গোড়ল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাহমুদুল ইসলাম তাকে বিষয়টি জানিয়েছেন।