আন্তর্জাতিক ডেস্ক।।
করোনা সংক্রমণ দিন দিন উদ্বেগজনক হারে বাড়তে থাকায় বাতিল করা হয়েছে মুম্বাইয়ে ইংরেজি নতুন বর্ষবরণ অনুষ্ঠান। বর্ষবরণ উৎসবে সাধারণ মানুষ মেতে উঠলে আরও খারাপ হতে পারে পরিস্থিতি।
সংক্রমণ ঠেকাতে মুম্বই শহরে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিল মুম্বই পুলিশ। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে এই বিধিনিষেধ। চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত।
৩০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত মুম্বইয়ে আয়োজন করা যাবে না কোনও অনুষ্ঠান। ঘরে হোক বা রেস্তোঁরা, মদের বার, কোথাও কোনও পার্টির আয়োজনও করা যাবে না।
পাশাপাশি বর্ষবরণের উৎসবেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই নির্দেশ অমান্য করলে মহামারি আইন এবং ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, মহারাষ্ট্রে গত কয়েক দিন ধরেই বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫১০ জন। এর মধ্যে মুম্বইয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭৭ জন।