এটিএন টাইমস ডেস্ক:
ইরাকে আইএস জঙ্গিগোষ্ঠীকে হটিয়ে মসুল শহরের পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ পেয়েছে কুর্দি যোদ্ধারা।
রোববার রাতে মসুলের আশপাশের এলাকায় আইএস’র বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে কুর্দি যোদ্ধারা। এই অভিযানে বিমান হামলা চালিয়ে সহায়তা দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী। কুর্দি বাহিনীর এক কামান্ডার জানান, অভিযানে তাদের অন্তত ৫ হাজার যোদ্ধা অংশ নিয়েছেন।
তিনি জানান, মসুলে অভিযান শুরুর কয়েক ঘন্টার মধ্যেই কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হন তারা। তবে আশপাশের এলাকায় আইএস’র সঙ্গে তাদের লড়াই চলছে। ২০১৪ সাল থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই শহরটি দখল করে রেখেছে আইএস জঙ্গিগোষ্ঠী। শহরটির নিয়ন্ত্রণ ফিরে পেতে, কুর্দি যোদ্ধারা ও ইরাকি বাহিনী গত মাস থেকে যৌথ অভিযান চালিয়ে আসছে।