এটিএন টাইমস ডেস্ক।।
ভারত থেকে দেশে ফিরলো পাচার হওয়া শিশুসহ ১৫ বাংলাদেশি।
ভালো আয়ের প্রলোভনে ভারতে পাচার করা হয়েছিল তাদের। বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ভারত-বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসাদের মধ্যে ১১ জন পুরুষ, ২ জন নারী ও ২ শিশু। তারা হলেন, যশোরের উজ্বল কুমার, কক্সবাজারের ইমরান, গাজিপুরের উজ্বল, পাবনার মোতালেব হোসেন, বগুড়ার আশরাফ হোসেন, পটুয়াখালীর সাইদুল ইসলাম, নড়াইলের ইকবাল মোল্লা, তাসলিমা, শিশু তন্নি ও মুন্নি, খুলনার লাকি বেগম, পাবনার মিঠু সরদার, রিপন মিয়া ও নোয়াখালীর সোহেল মিয়া।
তারা দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে তিন বছর আগে ভারতে গিয়েছিলেন। সেখানে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়।
পরে দুই দেশের রাষ্ট্রীয় প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটে এরা ফেরত আসে বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া জানান, ফেরত আসা ১৫ জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জন্য যশোরের জাস্টিস এন্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থার কাছে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জাস্টিস অ্যান্ড কেয়ার যশোর শাখার ফিল্ড অফিসার রোকেয়া খাতুন বলেন, এরা পাচারকারীদের বিরুদ্ধে আইনি সহায়তা চাইলে তাদের মানবাধিকার সংস্থা থেকে দেওয়া হবে।