কালিয়াকৈরে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

কালিয়াকৈরে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

শেয়ার করুন

 

গাজীপুর প্রতিনিধি।।

অবৈধ ইটভাটা ভেঙে ফেলা ও বন্ধ করার লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ ইটভাটা বন্ধ করতে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মঙ্গলবার উপজেলার সূত্রাপুর ইউনিয়নের উত্তর দারিয়াপুর এলাকায় দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে চলমান ইটভাটা কে বি এম ,কে এম বি ,আর আর বি,স্টার ,কে ইউ বি,সান ইটভাটা গুলোকে দু লক্ষ টাকা করে মোট ১২ লক্ষ টাকা জরিমানা আদায় করে ও ইটভাটা গুলোর স্তুপ আকারের ইট গুলো এলোমেলো ও তিনটি(৩) ইটভাটার সীমানাপ্রাচীরের কিছু অংশ ভেঙ্গে দেয়া হয়েছে।

এই অভিযানে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মঈনুল, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জীব বিশ্বাস প্রমুখ।

এ বিষয়ে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহি কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, এই অভিযান অব্যাহত থাকবে ।