কক্সাবাজর প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্ত থেকে ৫ কেজি ক্রিস্টাল মেথ- আইস জব্দ করেছে বিজিবি।
বিজিবি-৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক মেহেদি হোসাইন কবির জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকজন মাদক কারবারি বিপুল পরিমাণ আইস নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করার গোপন সংবাদ পেয়ে বিশেষ স্থানে বিজিবি সদস্যরা আগেই ওঁৎ পেতে থাকে।
সন্ধ্যায় কয়েকজনকে সীমান্ত এলাকা থেকে পায়ে হেঁটে বাংলাদেশের দিকে আসতে দেখলে তাদের তল্লাশির জন্য চ্যালেঞ্জ করা হয়। এসময় মাদক কারবারিরা বিজিবি টহলদলের ওপর চালায়।
এক পর্যায়ে মাদক কারবারিরা মাদকের ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৫ কেজি ক্রিস্টাল মেথ- আইস উদ্ধার করা হয়।
এখন পর্যন্ত এটাই আইসের সবচেয়ে বড় চালান বলে দাবি করছে বিজিবি।