আন্তর্জাতিক ডেস্ক।।
মায়ের জন্য ওষুধ কিনতে বাইরে বেরিয়ে রাশিয়ার সামরিক বাহিনীর ট্যাংকের হামলায় এক ইউক্রেনীয় নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর নাম ভ্যালেরিয়া মাকসেতস্কা।
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছের একটি শহরের বাসা থেকে বেরিয়েছিলেন তিনি।
ভ্যালেরিয়া মাকসেতস্কা মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডি’র একটি অংশীদার সংস্থায় কাজ করতেন এবং কিয়েভের কাছে একটি শহরে তার মা ও ড্রাইভারসহ তাকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। রোববার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যালেরিয়া মূলত রাশিয়ার সামরিক বাহিনীর হাতে অবরুদ্ধ বাসিন্দাদের সহায়তা করার জন্য কিয়েভে থাকার পরিকল্পনা করেছিলেন।
কিন্তু তার মা ইরিনার ওষুধ শেষ হয়ে যাওয়ায় তারা বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নেন। একপর্যায়ে রুশ সেনাদের ট্যাংকের গোলায় ভ্যালেরিয়া, তার মা ইরিনা এবং তাদের গাড়িচালক ইয়ারোস্লাভ নিহত হন।
এদিকে রুশ হামলায় ভ্যালেরিয়াসহ ৩ জনের প্রাণ হারানোর তথ্য নিশ্চিত করেছেন ইউএসএআইডি’র প্রশাসক সামান্থা পাওয়ার। ৩২তম জন্মদিনের মাত্র কয়েকদিন আগে ট্যাংকের গোলায় তিনি নিহত হন বলে জানিয়েছেন পাওয়ার।