আফগানিস্তানের ২ শহরে বোমা হামলা, নিহত ২৩

আফগানিস্তানের ২ শহরে বোমা হামলা, নিহত ২৩

শেয়ার করুন

Afganistan

আন্তর্জাতিক ডেস্ক।।

আফগানিস্তানের দুই উত্তরাঞ্চলীয় শহর মাজার ই শরিফ ও কুন্দুজে পৃথক দুই বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ২৩ জন, আহত হয়েছেন আরও বহু। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

মাজার ই শরিফে হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে)।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে আফগাস্তিানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালখের প্রধান শহর মাজার ই শরিফের সেহ দোকান মসজিদে বোমা হামলা হয়।

এটি একটি শিয়া মসজিদ এবং বিস্ফোরণের সময় মসজিদটিতে জোহরের নামাজ চলছিল।

আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হন ১২ জন এবং আরও ৫৮ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক।

বালখ প্রদেশের জনস্বাস্থ্য বিভাগের মুখপাত্র আহমাদ জিয়া জিনদানি এএফপিকে বলেন, ‘আহতদের যে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানকার পরিস্থিতি খুবই শোচনীয়। আহতদের আর্তনাদ, রক্ত, স্বজনদের হাহাকারে ভরে উঠেছে হাসপাতাল, পুরো শহরেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’

হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে আইএস-কে জানিয়েছে, রিমোট কন্ট্রোলচালিত বোমার সাহায্যে ঘটানো হয়েছে এই বিস্ফোরণ।