হাজারিবাগ ট্যানারির বিদ্যুৎ-গ্যাস-পানির সংযোগ বিচ্ছিন্ন করতে ব্যর্থ

হাজারিবাগ ট্যানারির বিদ্যুৎ-গ্যাস-পানির সংযোগ বিচ্ছিন্ন করতে ব্যর্থ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

হাজারিবাগ ট্যানারিতে হাইকোর্টের বেঁধে দেয়া সময়ের শেষ দিনেও বিদ্যুৎ-গ্যাস-পানির সংযোগ বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়েছে পরিবেশ অধিদপ্তর।

অন্যান্য দিনের মতো আজও ট্যানারিতে কাজ চলছে পুরোদমে। আগামী শনিবার সেখানে অভিযান পরিচালনার পর গণমাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরবেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইসুল আলম মণ্ডল।

সংযোগ বিচ্ছিন্ন করার সময় পরিবেশ অধিদপ্তরের সব বিভাগের পরিচালক, ডেসা, ওয়াসা, তিতাসসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অধিদপ্তর থেকে জানা গেছে, ট্যানারিতে এরই মধ্যে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সম্প্রতি হাজারিবাগের সব ট্যানারি বন্ধ করাসহ ৬ এপ্রিলের মধ্যে কারখানাগুলোর সেবা সংযোগ বিচ্ছিন্ন করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।