‘সুন্দরবনের আশপাশে ১০ কিলোমিটারে শিল্প কারখানা কেন অবৈধ নয়’

‘সুন্দরবনের আশপাশে ১০ কিলোমিটারে শিল্প কারখানা কেন অবৈধ নয়’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সুন্দরবনের আশপাশের ১০ কিলোমিটার এলাকাজুড়ে শিল্প কারখানা স্থাপনের অনুমোদন কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং সেখানে বিদ্যমান শিল্প কারখানা কেন অপসারণ করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের এক বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকাজুড়ে কতগুলো শিল্প কারখানা রয়েছে তার হিসাব হাইকোর্টকে জানাতে হবে। এছাড়া হাইকোর্ট থেকে সেখানে থাকা নতুন কোনও শিল্প কারখানা অনুমোদনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।