রামপাল বিষয়ে সবার মতামত বিবেচনার আহ্বান

রামপাল বিষয়ে সবার মতামত বিবেচনার আহ্বান

শেয়ার করুন

hasanনিজস্ব প্রতিবেদক:

রামপাল বিদ্যুৎ কেন্দ্র ঘিরে পরিবেশ সুরক্ষার বিষয়ে যেসব কথা উঠছে, সে বিষয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত বিবেচনায় নেয়ার আহবান জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ।

রোববার দুপুরে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্টে ‘রামপাল বিদ্যুৎ কেন্দ্র ও পরিবেশ সুরক্ষা’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় এ মন্তব্য করেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, রামপাল নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের স্বার্থ বিবেচনায় রেখে এবং পরিবেশ রক্ষা করেই এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। তবে, প্রকৃতি ও পরিবেশের স্বার্থে জনমততে বিবেচনায় নেয়ার বিষয়ে গুরুত্ব দেন তিনি।