যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই জলবায়ু ইস্যু নিয়ে সমঝোতায় জি-২০ নেতারা

যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই জলবায়ু ইস্যু নিয়ে সমঝোতায় জি-২০ নেতারা

শেয়ার করুন

_96858213_040495977-1বিশ্বসংবাদ ডেস্ক :

জার্মানির হামবুর্গে যৌথ ঘোষণার মধ্য দিয়ে গতকাল শেষ হলো দুই দিনের জি-২০ সম্মেলন। জোটের নেতারা জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছেছেন। তবে তা জোটের অন্যতম সদস্য যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে।

ঘোষণা অনুযায়ী, প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার বিষয়টি মেনে নিয়েছে জোটের অপর ১৯ সদস্য। জলবায়ু পরিবর্তন রুখতে যুক্তরাষ্ট্রকে ছাড়াই কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছে তারা।

এদিকে হামবুর্গে শুক্রবার রাতেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ চলে। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতির বিরোধিতা, জলবায়ু পরিবর্তন রোখা এবং বিশ্বে সম্পদের অসম বণ্টনের বিরুদ্ধে সড়ক অবরোধ করা হয়।

বিক্ষোভকারীদের দমনে পুলিশ জলকামান ব্যবহার করে। সংঘর্ষে আহত হন প্রায় ২০০ পুলিশ সদস্য। আটক করা হয় ১৪৩ বিক্ষোভকারীকে। বিক্ষোভের সময় বিপণিবিতানে লুটপাটের ঘটনাও ঘটে।