বনজ সম্পদ রক্ষায় বিকল্প পথ বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বনজ সম্পদ রক্ষায় বিকল্প পথ বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

নগরায়ন ও বন নির্ভর জীবিকার কারণে হুমকিতে পড়েছে দেশের বনজ সম্পদ। এই সম্পদ রক্ষায় বিকল্প পথ বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে, নিজ কার্যালয়ে আয়োজিত জাতীয় পরিবেশ কমিটির সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, উপকূলীয় অঞ্চলসহ সব জায়গায় সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বন এবং সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। পাশাপাশি, দূষন রোধে প্রযুক্তি ও মাঠ পর্যায়ের তৎপরতার সমন্বয় আনার ক্ষেত্রে সুপারিশ চুড়ান্তের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বন ও পরিবেশ ধ্বংসে বিগত সরকারগুলোর পথে হাটেনি বর্তমান সরকার। সামাজিক বনায়নের পরিধি বাড়ানোর বিষয়ে নিজের মত দেন প্রধানমন্ত্রী। এছাড়া, তিনি বলেন, নদী দূষণ রোধে বিশেষ ব্যবস্থা নিচ্ছে সরকার। এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু।