পাহাড় কাটায় স্থানীয় রাজনীতিবিদরা জড়িত

পাহাড় কাটায় স্থানীয় রাজনীতিবিদরা জড়িত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীতে এক সেমিনারে বক্তারা অভিযোগ করেছেন, পাহাড় কাটা এবং সেখানে বাড়ি-ঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের সঙ্গে স্থানীয় রাজনীতিবিদরা জড়িত। শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে তাঁরা এ কথা বলেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা, বাংলাদেশ-চায়না চেম্বার, বাংলাদেশ-চায়না কালচারাল এন্ড ইকোনমি সেন্টার এবং চীন দূতাবাস এ সেমিনার আয়োজন করে।

এতে বক্তারা জানান, ২০০৭ সালে চট্টগ্রামে ব্যাপক ভূমিধসের পর, বিশেষজ্ঞ কমিটির ২২ দফা সুপারিশ আলোর মুখ দেখেনি। পাহাড়ে কোন উন্নয়ন প্রকল্প শুরুর আগে যথাযথ গবেষণা প্রয়োজন বলেও মত দেন তাঁরা। মানবসৃষ্ট কারণে পাহাড় ধস বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বিশিষ্টজনেরা।